36 C
Dhaka
Monday, January 25, 2021
No menu items!

বোয়ালখালীতে জাকাত বিতরণের সময় মারামারি, গুলিতে প্রাণ গেল একজনের

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাকাতের টাকা বিতরণ নিয়ে মারামারির পর গুলিতে একজন নিহত হয়েছেন। তার বাবাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) গভীর রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে খলিল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে। এরা হলেন শওকত ও জসিম। তাদের কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত মো. নাছের (৪০) চরণদ্বীপ ইউনিয়নের খলুল তালুকদার বাড়ির আলী মদনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে নিজ গ্রামে জাকাতের টাকা বিতরণ করছিলেন এক ধনাঢ্য ব্যক্তি। নিহত নাছেরের ছোট ভাই লোকমান ও গ্রেফতার জসিম জাকাত প্রদানকারীর সঙ্গে ছিলেন। সেখানে লোকমান ও জসিমের মধ্যে ঝগড়া শুরু হয়।

লোকমান জসিমকে ঘুষি মারে। তখন জসিমের বড় ভাই শওকত এবং লোকমানের বাবা-ভাইয়েরা ঘটনাস্থলে আসেন। আবারও মারামারি শুরু হয়। তখন শওকতের গুলিতে নাছের ও তার বাবা আলী মদন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাত ১ টা ৪০ মিনিটে বাবা ও ছেলেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। ছেলেক ডাক্তার মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ‘নাছের ও শওকতরা প্রতিবেশি পরিবার। তাদের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব পুরনো। প্রাথমিকভাবে জানতে পেরেছি, গত (শুক্রবার) রাতে যাকাত বিতরনের সময় ঝগড়া হয় এবং পরে গোলাগুলি হয়েছে এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। দুজনকে আটক করেছি। অভিযান চলছে।’

স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত নাছের বোয়ালখালী থানার সাতটি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ

ভারত থেকে এলো আরও ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন

নিউজ ডেস্ক: ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন এসেছে ভারত থেকে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল...

কথায় নয় কাজে দক্ষ হতে হবে, কুষ্টিয়ার এসপিকে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে কথায় নয় কাজে দক্ষ হতে বলেছেন হাইকোর্ট।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে ‘দুর্ব্যবহারের’ ঘটনায়...

দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ডিজিটাল ‘জায়ান্ট’ পরিবার!

নিউজ ডেস্ক: বৃহত্ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো চার বছর ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের তুষ্ট করার চেষ্টা করেছে। যদিও এতে খুব...

দেবদারুগাছের ঘ্রাণ

নিউজ ডেস্ক: আমার অফিসের সামনে এক চিলতে পার্ক আছে। ছোট্ট ত্রিকোণাকার সেই পার্কে আছে কয়েকটি দেবদারুগাছ। পার্কে মনুষ্য প্রবেশ করতে দেখিনি কোনোদিন,...

‘তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান’, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক: তাইওয়ান অভিযোগ করেছে, টানা দ্বিতীয় দিনের মতো চীনের যুদ্ধবিমান তাদের আকাশসীমায় বড় ধরণের অনুপ্রবেশ ঘটিয়েছে। এমন ঘটনার পর চীনের বিরুদ্ধে...