নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জে পাঁচ ব্যাংকারসহ আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তরা হলেন সদর উপজেলায় তিনজন, সিরাজদিখান উপজেলায় দুইজন, টঙ্গীবাড়ি উপজেলায় একজন আর গজারিয়া উপজেলায় পাঁচজন। তাদের মধ্যে পাঁচজনই সোনালী ব্যাংকের গজারিয়া শাখার কর্মকর্তা।
সিভিল সার্জন বলেন, এ জেলায় মোট ২২৭৫ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফল পাওয়া গেছে ১৯১২টির। তাদের মধ্যে ৩৬৫ জনের পজিটিভ এসেছে। তাদের ৫২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ১৩ জন।