মহসীন দেওয়ান লিটন
কী জানি, কী শুনি, কী দেখি, কী বুঝি, কী জানি, কী আমি চাই
কাঁদি হাসি দিবা-নিশি, কেন আসি,কেন যাই।
নানা মতে দেখি শুনি, মন হয়েছে অভিমানী
আমি ভাবি কত জানি, আসলে কী জানি ছাই।
পরের ইচ্ছায় বাঁচি মরি, পরাধীন আজ্ঞাকারী
আমি করি আমি করি, অযথা করি বড়াই।
কভু মনে লয় না যেতে, তবু সাধ্য নাই থাকিতে
বাধ্য হয়ে কার ইচ্ছাতে, অনিচ্ছাতে চলে যাই।
অনিচ্ছাতে বেজার খুশি, অনিচ্ছাতে মিশামিশি
কেন তারে ভালোবাসি, আগে যারে দেখি নাই।
সুখের বাল্যকাল গতে, যৌবন আসে অজানিতে
বৃদ্ধকাল তার পরেতে, জগতে নিয়ম তাই।
রোগ শোক মৃত্যু জরা, কেউ নহে ইহা ছাড়া
সংসারে সংসারী করা, কত যে আপদ-বালাই।
বাল্যকালের বাসনা, মাটির পুতুল ছেঁড়া তেনা
যৌবন তা মনে লয় না, কামিনী কাঞ্চন চাই।
আজ প্রবল বাসনা যাতে, মনে লয় না কাল প্রভাতে
ঠিক নাই নিজের মতে, কোনো মতে দিন কাটাই।
বুড়া কালে পুরা ভ্রান্তি, মতলবে ঠিক কড়া ক্রান্তি
অন্তরে অপার অশান্তি, ভেবে মরে কই কি পাই।
কখন পাগল ধনের লাগি, কখন সাজি বৈরাগী
কখন কখন ভিক্ষা মাগি, কখন সর্বস্ব বিলাই।