মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: করোনাভাইরাসের কারণে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নিজ তহবিল থেকে, গতকাল ১৫ মে শুক্রবার মেহেরপুর পৌরসভার ৬, ৭, ও ৮ নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় প্রতিদিনের ন্যায় দিনে এবং রাতের আধারে অসহায় কর্মহীন পরিবারের মাঝে, বাড়িতে বাড়িতে গিয়ে নিজ উদ্দেগ্যে খাদ্য সামগ্রী তুলে দিলেন- পৌর মেয়র রিটন। এর আগে গতকাল শুক্রবার সকালে রিপন টাওয়ার থেকে সব্জি বিতরণ করা হয়।
তিনি বলেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন ধরে লক ডাউন থাকায়, মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। এজন্যই ধনী-দরিদ্র থেকে শুরু করে দলমত নির্বিশেষে কর্মহীন পরিবারের কাছে মেহেরপুর পৌরসভার গাড়ীতে করে ৬, ৭, ও ৮নং ওয়ার্ডের অলি-গলিতে খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার চলমান রাখলেন- পৌর মেয়র রিটন।
এছাড়াও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নির্দেশে, প্রতিদিন পৌরসভা কর্তৃক শহরের সেন্টার মাইক গুলোতে করোনাভাইরাস (কভিড-১৯) সম্পর্কে জনসচেতনামূলক সতর্কবার্তা প্রচারের কার্য অব্যাহত রয়েছে।
এসময় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল আশরাফ রাজিব সহ স্থানীয় ওয়ার্ড ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ।