নজরুল ইসলাম, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ আড়িয়ল বিলে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে শ্রীনগর উপজেলার আলমপুর গ্রামের সোনারগাঁ এলাকায় এঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মোঃ বাচ্চু(৫০)। সে আলমপুর এলাকায় থেকে আড়িয়ল বিলে জমি বর্গা নিয়ে ধান চাষ করত। মোঃ বাচ্চু শেরপুরের নলিতাবাড়ি উপজেলার বিশগিড়ি পাড়া এলাকার মৃত সাহেব আলীর পুত্র।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নির্দেশে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আবু-রেজওয়ান ও হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু শেখ নিহতের স্বজনদের হাতে এই অর্থ তুলে দেন।