মৃন্ময়ী ধর
দু’চোখ বারবার অবাক হয়
মানুষের অবয়বে মানুষ দেখে
দু’চোখ বারবার অবাক হয়
মানুষের ভেতর ভিন্ন এক মানুষ দেখে
দু’চোখ বারবার অবাক হয়
জানার মাঝে অজানা ভুল দেখে।
দু’চোখ বারবার অবাক হয় নতুনের ভিড়ে পুরাতনের হারিয়ে যাওয়া দেখে
দু’চোখ বারবার অবাক হয়
সম্পর্ক বলে চিরন্তন কিছু নেই ,
শুধুই প্রয়োজন দেখে
দু’চোখ বারবার অবাক হয়, প্রয়োজন ফুরালে সম্পর্কে কবর দেখে।
দু’চোখ তবুও বিশ্বাস করে এখনো কেউ কেউ নিঃস্বার্থ ভালোবাসে
দু’চোখ তবুও বিশ্বাস করে এখনো কেউ কেউ মানুষের জন্য কাঁদে
দু’চোখ তবুও বিশ্বাস করে এখনো সব মানুষ প্রতারক হয়ে উঠেনি বলে
দু’চোখ তবুও বিশ্বাস করে
সত্য প্রমাণিত হয় বলে
দু’চোখ তবুও বিশ্বাস করে এখনো সব মানুষ নষ্ট হয়নি বলে।