36 C
Dhaka
Friday, January 22, 2021
No menu items!

‘সবাই ভাবছে নতুন সংসার খুব উপভোগ করছি, কিন্তু আসলে তা নয়’

বিনোদন ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সব কিছু। নিজেকে বাসায় বন্দি করে রেখেছেন আলোচিত মডেল-অভিনেত্রী সাবিলা নূরও। গত ১৮ই মার্চ থেকে এমন অবস্থায় আছেন তিনি। সে হিসেবে একটানা প্রায় দুই মাস ধরে গৃহবন্দিত্ব চলছে তার। দীর্ঘদিনের প্রেমের পাঠ চুকিয়ে গত বছর বিয়ে করেন সাবিলা নূর। বিয়ের সাত মাসের মধ্যেই এত দীর্ঘ ছুটি পেয়েছেন তিনি।

এমন অখন্ড অবসর যে কোনো নবদম্পতির জন্য আনন্দের। তবে এ বিষয়ে সাবিলা বলেন, এটা ঠিক যে বিয়ের কয়েক মাস পরই দীর্ঘ বিরতি পেলাম। সবাই ভাবছে নতুন সংসারে সময়টা খুব উপভোগ করছি। কিন্তু আসলে মোটেও তা নয়।

কারণ সাবিলা বলেন, একটা অনিশ্চিত সময় কাটছে। আর আমি ফ্রি থাকলেও আমার বর কিন্তু ব্যস্ত। ও ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার। এ কারণে তাকে নিয়মিত অফিস করতে হয়। ফলে ওর শিডিউল আগের মতোই। ও যতক্ষণ বাসায় থাকছে, ততক্ষণ সময় কাটানো যাচ্ছে। ভালোই লাগছে। তবে সুদিনের অপেক্ষায় রয়েছি। কবে করোনা দূর হবে আর সব স্বাভাবিক হবে সেই অপেক্ষায় প্রহর গুনছি। কারণ অবসর সময় পেলেও মন ছটফট করছে। এমন অবসর তো কেউ চাইনি আমরা।

এদিকে করোনার কারণে অন্য শিল্পীদের মতো সাবিলা নূরের কাজও বন্ধ হয়ে গেছে। তবে স্বল্প আয়ের মানুষদের নিয়ে বেশি চিন্তিত এ অভিনেত্রী। তাদের অনেককে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেছেন।

সাবিলা বলেন, আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান। কারণ তারা খুব অসহায় হয়ে পড়েছে। তাদের কাজ নেই, ঘরে খাবারও নেই। তাই যার যার জায়গা থেকে নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করা উচিত।

সর্বশেষ

উদ্বোধনের অপেক্ষায় বাগেরহাটে ভূমিহীনদের জন্য নির্মিত ৪৩৩ ঘর

বাগেরহাট প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাগেরহাটে ভূমিহীনদের জন্য নির্মিত ৪৩৩টি ঘর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের...

৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে এনাম শেখ (২২) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি)...

শরণখোলা ছাত্রলীগে বিভক্তি সংবাদ সম্মেলনে কমিটি থেকে বাদ পড়া নেতারা

বাগেরহাট প্রতিনিধি: তিন বছর পর হঠাৎ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দুই ভাগে বিভক্ত হয়েছে শরণখোলা উপজেলা ছাত্রলীগ। জেলা কমিটি থেকে এক সংবাদ...

বাগেরহাটে সরকারী রাস্তার গাঁছ বিক্রি করছে একটি চক্র

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তার পাশের গাঁছ কেটে বিক্রি করছে গাছ খোকো একটি চক্র। কিছু অসাধূ ব্যাক্তির সাথে গোপনে আতাঁত করে...

বাগেরহাটে মাছের খামারে ঘুরে দাড়িয়েছে বনানীর সংসার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পে’র ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখছে। এ উপজেলার বেকার যুবক-যুবতী, গৃহিণী ও...