মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরে আজ শুক্রবার সকালে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মদনাডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
জানা যায়, মেহেরপুর গাংনী উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের আহম্মদ আলীর ছেলে, জাহিদুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সদর উপজেলা আমঝুপি গ্রামে আসার পথে, কুষ্টিয়া- মেহেরপুর সড়কে মদনাডাঙ্গা নামক স্থানে, একই দিক থেকে আসা একটি ট্রাক্টরকে ওভারটেক করতে যেয়ে, ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই জাহিদুলের মৃত্যু হয়।