মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর জেলা যুবদলের আয়োজনে আজ ১৪ মে বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসের কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে ক্ষতিগ্রস্থ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে, গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন ও সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল জাহিদ, সাধারণ সম্পাদক কাওসার আলী, সহ-সভাপতি মোশাররফ হোসেন তপু, বাবু সাবের, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুজন, নওশেল আহমেদ রনি, মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম দুখু, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদ হোসেন, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব এনামুল হক, এছাড়াও মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি মোঃ সাজেদুর রহমান বিপ্লব সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।