মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা উজুলপুর গ্রামে গতকাল ১৩ মে বুধবার ইজিবাইকের ধাক্কায় জাকারিয়া নামক ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু।
জানা যায়, মেহেরপুর সদর উপজেলা উজুলপুর গ্রামে জিয়ারুলের ছেলে জাকারিয়া (৮) দুপুরের দিকে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি ইজিবাইকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মোটরসাইকেল যোগে বেলা ২ টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া নামক ৮ বছর শিশুটিকে মৃত ঘোষনা করেন।