মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: গতকাল ১৩ মে বুধবার মেহেরপুর-২ (গাংনী) আসনের (সতন্ত্র প্রার্থী) সাবেক সংসদ সদস্য, জনাব মকবুল হোসেন-এর ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে, “দৈনিক মেহেরপুর প্রতিদিন” পত্রিকার সম্পাদক সহ ৩ জনের নামে ডিজিটাল আইনে, মেহেরপুর গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১২, তাং ১৩/০৫/২০২০ ইং।
মেহেরপুর গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা “দৈনিক মেহেরপুর প্রতিদিন”-এর সম্পাদক ও “দৈনিক কালের কন্ঠ” পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, “দৈনিক মেহেরপুর প্রতিদিন”-এর প্রকাশক এ এস ইমন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্ত আইনে মামলাটি দায়ের করা হয়েছে। যার মামলা নং-১২, তাং-১৩/০৫/২০২০ ইং। মামলার তদন্তকারী এস আই শাহাবুল ইসলাম বলেন, তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষ হলে তা আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে মামলার প্রধান আসামী ইয়াদুল মোমিন বলেন, গত ১১ মে সোমবার “দৈনিক মেহেরপুর প্রতিদিন” পত্রিকায় শিরোনামে “গাংনীর সাবেক এমপি মকবুলের কান্ড ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি” শিরোনামের সংবাদ প্রকাশিত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি তার ভাগ্নে সবুজ হোসেন মামলাটি দায়ের করেন। তিনি বলেন মামলার বিষয়টি শুনেছেন। অদ্য তারিখে প্রকাশিত সংবাদের স্বপক্ষের সকল তথ্য উপাত্ত আমাদের কাছে আছে। মামলাটি আইনগত ভাবেই মোকাবলা করা হবে।