স্পোর্টস ডেস্ক: দেখতে সুশ্রী। মুখে সানস্ত্রীন ক্রিম ব্যবহার করে সব সময় নিজেকে রাখেন অন্যদের চেয়ে আলাদা করে। চোখে তার আই লাইনার ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনা হয়েছে প্রচুর। ম্যাচে ক্লান্তি,দৌড়-ঝঁপেও আইলাইনারের কালি ঘামের সঙ্গে মুছে যায় না কিভাবে ?
এটাই কৌতুহল। মাঠের পারফরমেন্সের চেয়ে জাহানারার সৌন্দর্যটাই বেশি থাকে আলোচনায়।গত ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ ওম্যান্স টি-২০ বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ কাটিয়েছেন উইকেটহীন। গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। তারপরও জাহানারা ছিলেন আলোচনায়।
ইংরেজী ভাষায় পটু বলে অধিনায়কের পরিবর্তে ইন্টারভিউ ফেস তাকেই বেশি করতে হয়। ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত জাহানারা ক্যারিয়ারের এক যুগ পেরিয়ে এখন ২৭ বছরে দিয়েছেন পা। কুমারী এই সুন্দরী আর কবে বসবেন বিয়ের পিঁড়িতে, এটাই এখন ভক্তদের কৌতুহল।
গত মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এক ভক্তের এমন এক কৌতুহলি প্রশ্নে নারী পেস বোলার জাহানারা আলমের উত্তর-‘অনেক সেলিব্রেটি আছেন, যাদের বিয়ের কথা শুনলে ফ্যান কমে যায়। ইচ্ছা আছে ২টা ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলে বিয়ে করব ইনশাআল্লাহ।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭ এ পা রাখা বাংলাদেশ নারী দল ২০১১ সালে পেয়েছে ওয়ানডে মর্যাদা। কিন্তু ২০১৪ থেকে ওম্যান্স টি-২০ বিশ্বকাপের মূল পর্বে নিয়মিত অংশ নিলেও ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত আসরে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করেনি এখনো। জাহানারার হিসেবে ২টি ওয়ানডে ফরমেটের নারী বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। বিয়ের জন্য অপেক্ষা করতে হলে সে সময়ে জাহানারার বয়স দাঁড়াবে ক্রিকইনফোর হিসেবে ৩২ বছর ! বাংলাদেশ নারী দল যে ৮ দলের বিশ্বকাপের টিকিট পাবে পরবর্তী ২ আসরে, তার নিশ্চয়তা কই। বিশ্বকাপ বাছাইপর্বের বাধাই যে পেরুনো অনেক কঠিন কাজ ! টেবিল টেনিস সুন্দরী জোবেরা রহমান লিনু গিনেজ বুক অব রেকর্ডনে নাম উঠিয়ে থেকে গেছেন চিরকুমারী। সেই পরিনতির দিকেই কি নিজেকে নিচ্ছেন না জাহানারা আলম ?