বিনোদন ডেস্ক: দর্শক প্রায় নেই বললেই চলে। এক প্রকার গ্যালারি শূন্য অবস্থাতেই অনুষ্ঠিত হল জি সিনে অ্যাওয়ার্ড ২০২০। যেভাবে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে সেকারণেই সাধারণ দর্শকের অনুষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। সরকারি নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রত্যেক বছর জি সিনে অ্যাওয়ার্ড দেখতে লাখ টাকা খরচ করে হাজির হন বহু দর্শক। ঘটা করে রেড কার্পেটের আয়োজন করা হয়। তবে এবার প্রায় দর্শকশূন্য গ্যালারির সামনেই পারফর্ম করলেন তারকারা। নিলেন পুরস্কারও।
ধারাবাহিক ভাবে এবারও জি সিনে অ্যাওয়ার্ড-এ বাজিমাত করেন রণবীর সিং। সেরা অভিনেতা, সেরা গায়ক, সেরা অনস্ক্রিন জুটির পুরস্কার জিতে নেন রণবীর। একসঙ্গে এতগুলি পুরস্কার জিতে নেওয়ার বিষয়টাকে সোস্যাল মিডিয়ায় আশীর্বাদ বলেই উল্লেখ করেছেন রণবীর।
২০২০-র জি সিনে অ্যাওয়ার্ডে আর কে কী পুরস্কার জিতে নিয়েছেন একনজরে দেখে নেওয়া যাক…
সেরা অভিনেতা- রণবীর সিং (গলি বয়)
সেরা অভিনেত্রী- তাপসী পন্নু (বদলা)
সেরা অনস্ক্রিন জুটি-রণবীর সিং ও সিদ্ধান্ত সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়)
সেরা অভিনেতা কৌতুকশিল্পী- কার্তিক আরিয়ান (পতি, পত্নী অউর ও)
সেরা নবাগত অভিনেতা – সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়)
সেরা নবাগত অভিনেত্রী- অনন্যা পান্ডে (স্টুডেন্ট অফ দ্যা ইয়ার)
সেরা বিনোদন শিল্পী- আয়ুষ্মান খুরানা (বালা, ড্রিম গার্ল, আর্টিকেল ১৫)
সেরা সঙ্গীত পরিচালক- সচেত-পরম্পরা (কবীর সিং)
সেরা অ্যাকশন ডিরেক্টর – পারভেজ শেখ, পল জেনিংস (ওয়ার)
সেরা সিনেমাটোগ্রাফি- বস্কো, সিজার (ওয়ার)