ঢাকা( নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় গতকাল লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৫০টি পরিবারের মধ্যে বিশেষ সহায়তা হিসাবে স্থানীয় সাংসদ সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি ত্রান সামগ্রী লৌহজং থানা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক খান নজরুল ইসলাম হান্নানের অনুরোধে এলাকার হত দরিদ্র মানুষের মাঝে বিতরণ করার জন্য প্রেরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান টুটুল, মোঃ নাসির খান,তৌফিক বুলেট, জহিরুল ইসলামখান শ্যামল, আঃ রাজ্জাক হাওলাদার মোঃ দিদার খান, মোঃ শাহীন, মির্জা মোহাম্মদ ইয়াসি, মোঃ নাঈম মোল্লা, বর্নিল আহমেদ বিল্লাল প্রমুখ। এলাকাবাসী স্থানীয় সাংসদের উদ্যোগকে সাধুবাদ জানান।