মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর শহরে ল্যাম্প পোষ্ট (খাম্বা) গুলোতে ব্যাপক অনিয়মে রাখা হয়েছে বৈদুৎতিক তাঁর। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে মেহেরপুর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক গুলোতে ঘুরে দেখা যায়, ব্যাপকহারে অনিয়ম ভাবে ল্যাম্প পোষ্ট (খাম্বা) গুলোতে বিভিন্ন রকমের বৈদুৎতিক তাঁর ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা যায়. এই তাঁর গুলো বিভিন্ন ধরনের সেবা প্রতিষ্ঠানের যেমন- মেহেরপুর পৌরসভা কর্তৃক শহরের প্রধান প্রধান মোড় গুলোতে সিসি ক্যামেরার, গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে ডিস-ক্যাবল অপারেটরদের, ইন্টারনেট সংযোগ দেওয়া সহ জেনেরেটর মালিকদের।
এমনিতেই এখন কালবৈশাখী ঝড়ের সময় আবার অনেক সময় দেখা যাচ্ছে মুষুল ধারে বৃষ্টির পাশাপাশি শিলা বৃষ্টিও হচ্ছে। এভাবে অনিয়ম ভাবে বৈদুৎতিক তাঁর গুলো রাখা হলে শর্ট সার্কিটের মাধ্যমে যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা। এমনিতেই আজ মানুষ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ। তার উপর “মরার পর, খাড়ার ঘাঁ” যেন না হয়।
বিষয়টি কর্তৃপক্ষ বর্ষা মৌসুম আশার আগেই, অতি দ্রুত ব্যবস্থা নিয়ে সবার ভাল ও নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই আশা ব্যক্ত করেন মেহেরপুর পৌরসভার কয়েকজন সুশীল সমাজের সাধারণ নাগরিকগণ।