মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: গতকাল ১১ মে সোমবার মেহেরপুর জেলা থেকে করোনা সন্দেহে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে ১২ জন, সদর উপজেলা থেকে ৫ জন ও গাংনী উপজেলা থেকে ৪ জন মোট ২১ জনের সোয়াব পরীক্ষার জন্য জেলার স্বাস্থ্য বিভাগ, কুষ্টিয়া মেডিকেল কলেজ পি.সি.আর ল্যাবে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছে। মেহেরপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৬৫ জনের।
এদিকে গতকাল ১১ মে সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পি.সি.আর ল্যাব থেকে মোট ফলাফল পাওয়া গেছে ৫৭ জনের। ফলাফলে সবার নেগেটিভ এসেছে। উল্ল্যেখ থাকে করোনা উপসর্গ নিয়ে গত ১০ মে রবিবার গাংনী উপজেলা আযান গ্রামে, হাফিজুল ইসলামের ছেলে মৃত অমিত হাসান (১৮)-এর নমুনার ফলাফলে নেগেটিভ এসেছে।
মেহেরপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনাভাইরাসের নমুনার ফলাফল পাওয়া গেছে ৫৩১টি। তার ভিতরে ৭টি পজেটিভের মধ্যে ১ জন মৃত, বাকী ৫২৪ জনের ফলাফল নেগেটিভ। এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।