ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে গত ৩ মে ময়মনসিংহ মহানগরীর বিভিন্ন এলাকায় জেলা শাখার নেতৃবৃন্দ প্রায় ১২০ টি অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রান বিতরন করেন।
বিশ্ব ব্যাপি করোনা মহামারির কারনে কর্মহীন হয়ে পড়া এসব দরিদ্র অসহায় মানুষের পাশে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ রাত কিংবা দিনে সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি জানালেন,ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম আবির।
জেলা শাখার সভাপতি মহসিন জানান, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই মহামারির সময়ে কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি মোঃ নাজিম ভাই ও বিপ্লবী সাধারন সম্পাদক নোমান হোসাইন তালুকদার এর সহযোগিতায় আমরা অসহায় মানুষের পাশে আছি সবসময়।
এই সময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক অসিত সরকার, দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম, সহ- সভাপতি ফয়সাল আহমেদ রাজিব এবং তানভীর আহমেদ রুমেল ।