নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে জেলার নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়ক সংলগ্ন খালে শার্ট ও লুঙ্গি পড়া ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন এবং ডান হাত ভাঙ্গা রয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। নিহতের পরিচয় পাওয়া গেলে আরো তথ্য নিশ্চিত হওয়া যাবে।