নিজস্ব প্রতিবেদক, বগুড়া: কুমিল্লায় ধান কাটতে যাওয়ার পথে বাস থেকে বগুড়ায় চাঁদা আদায়ের অভিযোগে শাহিনুর রহমান শাহীন ওরফে ঝটিকা শাহীন নামের এক বাস মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় ওই মালিকসহ ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, নীলফামারীর ডোমার এলাকা থেকে একটি বাস ৪৬ জন ধানকাটা শ্রমিক নিয়ে কুমিল্লায় রওনা হয়। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে বগুড়ার চারমাথা এলাকায় বাসটি পৌছালে শাহিনুর রহমান শাহীনসহ ১৪/১৫ জন বাসটিকে থামায়। এরপর তারা বাসের ড্রাইভারের কাছে থেকে ৫ হাজার টাকা চাঁদা নেয়। খবর পেয়ে উপশহর ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুর রহিম ও সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত হলে শাহিনুর রহমান শাহীনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এসময় অন্যরা পুলিশকে দেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে বাসের চালক মনির হোসেন বাদী হয়ে সদর থানায় শাহিনসহ ১২ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে।
বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, শাহীন মালিক গ্রুপের সদস্য। পুলিশ চাঁদাবাজির ঘটনা বললেও শাহীন বলেছে ঘটনা সঠিক নয়। এবিষয়ে তিনি নিরপেক্ষ তদন্ত দাবী করেন তিনি। গ্রেফতারকৃত ঝটিকা শাহীন বগুড়া শহরের কাটনার পাড়ার ওয়াজেদ আলীর ছেলে এবং যুবলীগের বহিস্কৃত নেতা বলে দলীয় সুত্র জানিয়েছে।