মাসুদ পথিক
এইযে শস্যের মাঠ, সম্প্রতি এলো যে পেকে
উঁচুনিচু আগাছার প্রশ্ন-সম্ভার থেকে
শস্যদানার চাশপাশে ব্যথা রেখে রেখে
পাতা, পাতা উড়ে যায় প্রশ্নের দুই দিকে
ঝরাপাতা হাওয়ায়, উড়ে
স্কুল-মাঠের চারপাশ ঘুরে
যতো যতো ছাত্রছাত্রি, গায় সুরে বে সুরে
এবঙ, যুবতী শিক্ষয়ত্রী তা দেখে, দাঁড়িয়ে সামান্য দূরে
আর শস্যের মাঠ শেষে এই যে গ্রাম-সমাজ, সুর তুলে
উঠে বিভিন্ন ঋতুতে দুলে দুলে
সুখে ও অসুখে
অথবা সনাতন দুখে
অবসরে, নবান্নের ঠোঁট ঘেঁষে বাহিত গান
স্বপ্নের বুক টানটান
ছড়িয়ে যায়, আগাছা পোড়া আলোর চারধারে
পাখি এসে খায় দানা, খালের পাড়ে
মননের খুদকুঁড়ো, অনেক চিন্তা হয় অম্লান
ছড়িয়ে ছড়িয়ে যৌন কলতান
প্রশ্ন-সম্ভারের বুকে এইযে সুরেলা জীবন, আহা জীবন
তার নিকটে গেলে, খুব নিকটে গেলে পাবে না তার মন
প্রতিটি ঋতুতে চাষসূত্র আসে আবহমান থেকে
ঘামের ডালপালা থেকে পেকে না-পেকে