বিনোদন ডেস্ক: সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীত শিল্পী মমতাজ মনে করেন তার আজকের অবস্থানের পেছনে সবচেয়ে বেশি যে মানুষটির অবদান তিনি তার মা উজালা বেগম। বিশ্ব মা দিবসে তার মাকে নিয়ে এমন কথারই ইঙ্গিত দিয়েছেন।
মমতাজ বলেন, সারাটা জীবন মা আমাদের জন্য কষ্ট করে গেলেন। আমার আজকের মমতাজ হয়ে উঠা, আমার আজকের সংসদ সদস্য হয়ে উঠা সর্বোপরি একজন ভালো মানুষ হয়ে উঠার নেপথ্যে যে মানুষটির অবদান অস্বীকার করার উপায় নেই তিনি আমার মহান হৃদয়ের অধিকারী আমার মা। মা সবসময়ই বলতেন, আশা ছেড়োনা-জীবনে সুন্দর সময় একদিন না একদিন আসবেই।
তিনি আরো বলেন, মায়েদের স্বপ্ন যে অপূরণ রাখেন না আল্লাহ আমাকে দিয়েই যেন তা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি এমন মায়ের গর্ভে আমাকে জন্ম দিয়েছেন। এখন শুধু মাকে ঘিরে একটাই চাওয়া আমার মা যেন জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি’সহ আমার পরিবারের সবাইকে নিয়ে তিনি যেন হাসি আনন্দে কাটিয়ে দিতে পারেন।
মমতাজ বলেন, সারা জীবন আমার মা কষ্ট করেছেন। মাকে কোনভাবেই কোন কারণে এতোটুকুও কষ্ট দিতে চাইনা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।