36 C
Dhaka
Monday, January 18, 2021
No menu items!

করোনায় হেরে গেলেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেব

নিউজ ডেস্ক: নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেব। শনিবার (০৯) রাত একটায় প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

ভারতের সংবাদমাধ্যম স্ক্রল.ইন এই তথ্য জানিয়েছে। মে মাসের শুরুতেই জ্বরে আক্রান্ত হন ইতিহাসবিদ হরিশঙ্কর। পরে শ্বাসকষ্ট ও গলাব্যথা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সমস্ত উপসর্গ দেখে দ্রুত তার করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্ট জানা যায়, তিনি করোনা পজিটিভ। শুক্রবার শ্বাসকষ্ট বাড়ায় হরিশঙ্করকে চিকিৎসকদের পরামর্শে ভেন্টিলেশনে রাখা হয়। তবে শেষরক্ষা হয়নি।

এদিকে ইতিহাসবিদের পরিবারের পাঁচ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তিনি আধুনিক ইতিহাস পড়াতেন। এছাড়াও কেন্দ্রীয় সংস্থা কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা পদেও ছিলেন।

সর্বশেষ

তুরস্কের বিশিষ্ট কবি ক্যারোলিন লরেন্ট তুরুনে

তুরস্কের বিশিষ্ট কবি তিনি এখন থাকেন আমেরিকায় । তার গ্রন্হ ৫টি।ক্যারোলিন লরেন্ট তুরুনের লেখা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন প্রখ্যাত কবি রেজাউদ্দিন...

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ: মন্ত্রী

নিউজ ডেস্ক: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জনশুমারির মূল শুমারি অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্ক: আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জনশুমারির মূল শুমারি অনুষ্ঠিত হবে। এ এক সপ্তাহের সারা দেশের মানুষকে গণনার আওতায় আনা...

কথা রাখছেন’ ট্রাম্প সমর্থকেরা, বাইডেনের অভিষেক ঘিরে সশস্ত্র মহড়ায় সমাবেশ

‘নিউজ ডেস্ক: কথা রাখছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। বড় আকারে সমাবেশের আয়োজন না করতে পারলেও ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন...

মারা গেলেন হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সংগীত প্রযোজক

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংগীত প্রযোজক ফিল স্পেক্টর ৮১ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত হত্যার দায়ে কারাবন্দী ছিলেন তিনি। এক...