নিজস্ব প্রতিবেদক ঃ মহামারী করোনা দূর্যোগে সংকটেপড়া ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দলীয় কর্মীদের ইতিমধ্যে আর্থিক সহায়তা, নিত্যপ্রয়োজনিয় সামগ্রী দিয়ে যাচ্ছেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২১টি ওয়ার্ডে বিএনপি-যুবদলের কর্মহীন ও অসচ্ছল কর্মীদের পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া অব্যহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে শহরতলীর ২১নং ওয়ার্ডের কালশিমাটি ঈদগাহ মাঠ এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেন সিপার আল বখতিয়ার। উপস্থিত ছিলেন বিএনপি নেতা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, জুম্মান আলী, জিতু, ২১নং ওয়ার্ড যুবনেতা রুহুল আমিন, রাজু, আঃ মান্নান, মোমিন, আরাফাত, এনামুল, মানিক, রাজিব, সালাম, জতন, জাহিদুল প্রমুখ।
উল্লেখ্য বিগত সরকার পতন আন্দোলনে দলের ক্ষতিগ্রস্ত যারা অসহায়-নির্যাতিত, নিপিড়ীত, নিহত-আহত এবং পঙ্গু কর্মী ও পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, আলু, আটাসহ নিত্যপ্রয়োজনিয় সহায়তা পর্যায়ক্রমে দেয়া হচ্ছে। এর আগে, ৯, ১৫, ৭, ১৮, ৪ এবং ৫ নং ওয়ার্ডে সাবেক নেতৃবৃন্দদের সাথে নিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেছেন যুবনেতা সিপার আল বখতিয়ার।