মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর: মেহেরপুর গাংনী উপজেলা আযান গ্রামে অমিত হাসান (১৮) নামক এক ছাত্র করোনাভাইরাস উপসর্গ সন্দেহে মৃত্যু বরণ করেছে। মৃত অমিত হাসানের নমুনা সংগ্রহ সহ মোট ৫৯ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ পি.সি.আর ল্যাবে পাঠিয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে গত ৩১ মার্চ থেকে আজ রবিবার পর্যন্ত সর্বমোট সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৬৪৪ জনের। এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আলী পরিবার সূত্রের বরাত দিয়ে বলেন, জ্বর, মাথা ব্যাথা, ঠান্ডা ও কাশি থাকায় আজ রবিবার ভোররাতে তার নিজ গ্রামের বাড়িতে মারা যায়। গাংনী উপজেলা আযান গ্রামে হাফিজুল ইসলামের ছেলে অমিত হাসান বয়স ১৮ বছর, সে ছাত্র ছিল।
অমিত হাসানের মৃত্যুর পর করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ। এই খবর পেয়ে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। গাংনী থানার ওসি মোঃ ওবায়দুর রহমান সামাজিক দুরুত্ব বজায় রেখে সীমিত সংখ্যক মুসুল্লী ও তার পরিবারের লোকজন নিয়ে জানাযা পড়ানোর জন্য পরিবারকে অনুরোধ করেন। বেলা ১২ টার দিকে অমিত হাসানের দাফন কার্য সম্পন্ন হয়েছে।
এদিকে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম বলেন, মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পেলে তারপর জানা যাবে সে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চত হবে।