নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে ওমানে অবস্থিত বাংলাদেশিদের ভীত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ করেছেন ওই দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ গোলাম সারওয়ার।
শনিবার এক খোলা চিঠিতে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে অনেকে আর্থিক ও মানসিক কষ্টের মধ্যে আছে। কিন্তু, যদি বৈধভাবে ওমানে আয় করার ন্যূনতম সুযোগ থাকে তবে ভীত সন্ত্রস্ত হয়ে দেশে ফেরত না গিয়ে ওই দেশে কাজ করলে বেশি সুবিধা হবে।
বিদেশ থেকে এই মূহুর্তে লাখ লাখ লোক দেশে ফেরত গেলে নতুন করে জীবন জীবিকা শুরু করার ক্ষেত্রে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আশঙ্কা প্রকাশ করে গোলাম সারওয়ার বলেন, ‘আপাতত কষ্ট করে হলেও বিদেশে থাকার চেষ্টা করুন। কারণ, আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর সকল দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অন্য দেশের মতো ওমানও সহসাই ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে।’
ওমানে অবস্থিত আট লাখ বাংলাদেশির একটি বড় অংশ সমস্যায় আছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘শুধুমাত্র সরকারি সহযোগিতা এই বিপুল সংখ্যক ভাই-বোনদের কষ্ট লাঘবে যথেষ্ট হবে না।’
ওমানে অপেক্ষাকৃত সচ্ছ্বল বাংলাদেশিদের এই কঠিন দুর্যোগের সময়ে স্বদেশিদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের আশে পাশে যারা সমস্যাগ্রস্ত আছেন তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। মানবতার কল্যাণে কাজ করার এখনই উপযুক্ত সময়।
’
বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিচ্ছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এর পরিধি বাড়িয়ে আরও বাংলাদেশিদের খাদ্য বিতরণ করা হবে।