রেহানা পারভীন
বৈপরীত্যের দাপট কতোটা দাপিয়ে বেড়ায় পৃথিবীর আনাচে-কানাচে!
রাত-দিন, আলো-অন্ধকার,
খারাপ- ভালোর অনুধাবন
কেউ না বুঝলেও
ছায়া কিন্তুু কখনোই
পিছু ছাড়েনি মানুষের।
আলোর বিপরীতগামী ছায়ারা
সবসময়ই ছুটতে পারে, বসতে পারে,
শুতে পারে কিন্তুু ঘুমাতে পারেনা।
ঘুমের সাথে স্বপ্নের নিবিড় সম্পর্ক
স্বপ্নেরা তাই সাদা-কালোয় বন্দী।
উল্টোদিকে যা কিছুই থাক না কেনো,
বিবেচনাবোধ কিন্তুু
অবিবেচকদেরও বৈপরীত্যের স্বরূপ উপলব্ধি করাতে পারে ঠিকই।
আলো অন্ধকার একে অপরের বিপরীতধর্মী নয়,
ভাইরাসের মতো অবলীলায়
শরীর থেকে শরীরে হাঁটে।
পৃথিবীর ধ্বংসখেলা,
প্রকৃতির কোল জুড়ে
সবুজ শিশুর কলকাকলি-
এ বিরোধ অমূলক।
বিধাতা জন্মের সাথেই
মৃত্যুর পরোয়ানা পাঠান।