মোঃ শরিফুল ইসলাম সঞ্জীব
মৃত্যু উপত্যকার দিকে হাঁটছে গ্রাম-গ্রামান্তর,শহরের প্রতিটি প্রান্তর,
জনতার সমুদ্র থেকে নিয়ে এলে ঢেউয়ে ঢেউয়ে পৃথিবীর প্রান্ত ছুয়ে কালবেলার নিমন্ত্রণ,
মৃত্যুর বাহনে পৃথিবী
খোলা নেই কোথাও মসজিদ,মন্দির, গীর্জা,প্যাগোডা বা তীর্থস্থান।
বিকশিত সভ্যতা স্তম্ভিত
মানুষে মানুষে স্বার্থের লড়াই বিপন্ন,
শ্রেনী-গোত্র-বর্ণ ভেদাভেদ যখন শূন্য –
ধর্ম লড়াইয়ে ধর্মগুরুরাও লজ্জিত ;
চারদিকে শুধু ছুটোছুটি ইমারজেন্সী হুইসেল বাজানো গাড়ি
বড় বড় অট্রালিকার বিলাসী অন্দরমহল, ছোট্ট কুরে বাড়ি আনন্দ আয়োজনে পিনপতন নিরবতা –
যেনো তীর্থস্থান সবই।
মাতমহীন মায়া হৃদয়ের বেড়িবাঁধ ভাঙে,
চোখের জলোচ্ছ্বাস কেউ দেখেনা-
দেখার অবকাশ নেই ;
কবরস্থান, শ্বসান,তোমার -আমার নিথর দেহ সবই সরকারি দখলে আজ।
বিস্তর মাঠ জুরে খোড়া রয়েছে মাপহীন গর্ত,কবর নয়!
কোনরকমে চাপা দেওয়া বিভৎস শহরগুলি-
সাজানো মৃত্যুপুরী যেনো কফিনের বাগান ;
সেই যাত্রায় মাত্রা নেই, আমিও হয়তো আসছি!
অগোছালো প্রস্তুতি,
ক্ষমা করো প্রভু।