মৃন্ময়ী ধর
মনটা বিষন্ন হয়ে উঠে প্রায়ই। কোথায় কী যেন নাই! আজকাল সেঁজুতি একাকী হেঁটে বেড়ায় অনেকের মাঝে থেকেও। চারপাশের বিশাল আকাশটা আকাশের মতই শূন্যতা নিয়ে রয়ে যায় সেঁজুতির। কাকে যেন খুঁজে বেড়ায় মন!এত লোকের ভিড়ে কোন সে আপনজন বোঝেনা সেঁজুতি। মা-বাবার কথা খুব মনে হয় তখন। ফিরে যায় ছোটবেলায়, বাবার হাত ধরে হাঁটতে থাকে কর্ণফুলির পাড় ঘেষে….
চোখ বন্ধ করলেই শোনে লঞ্চের ভেঁপু, নৌকার মাঝিদের দাঁড় টানার শব্দ… সোঁদা মাটির গন্ধে ভরা আকুল ডাক —আর একটি অতি পরিচিত প্রিয় কন্ঠস্বর…। হাহাকার করে উঠে সেঁজুতির মন! আহা! যদি ফিরে পাওয়া যেত কিছু সময়, কিছু মানুষ!
অসমাপ্ত কত পথ নতুন করে হাঁটা যেত তবে…গুন গুন করে উঠে রবি’র সুর সেঁজুতির আপন মনে—
“নয়ন সমুখে তুমি নাই,নয়নের ও মাঝখানে নিয়েছো যে ঠাঁই”