অঞ্জনা সাহা
যা ছিলো অতল সমুদ্দুরের মতো গভীর তলদেশে লুকনো,
তা উঠে এলো জীবনের এই অপূর্ব অনুভবের মোহন তীরে।
ঝাউবীথির তলায় তোমার দিব্য আসনে বসে দেখো
গাঙচিলের ডানায় এক মোহময় ব্যাকুলতা
ঘিরে রাখে উদাসীন হাওয়ার কাঁপন।
নিবিষ্ট জলের অতলে মৎস্যকুমারের জলক্রীড়া এনে দেয়
মুগ্ধ এক আনন্দ-বৈভব-যা ছিলো অযাচিত
অথচ সে ধরা দেয় আপন মহিমায়
অতল জলের নিবিড় আহবানে।
যে আসে, সাদা ফেনার মুকুট মাথায়
অসম্ভব মাঙ্গলিক ধ্বনি-প্রতিধ্বনির বার্তা নিয়ে
সে আসে তাঁর অন্তর্গত টানে।