সীমা কুণ্ডু
লকডাউন মানে ক্ষুধার মুর্ছনা
দূরত্ব মেনে ওঠে পিপাসার সুর
সীমিত আকার ছড়িয়েছে থাবা দিগন্তজুড়ে
পরিচিত-পরিজন দূর! দূর! দূর!
ভুলছি, ভুলবো গুরুচন্ডালি দোষ
শিখেছি এবার হাতকে কীভাবে ধোয়ায়
পারতে শিখেছি কান্নাকে রুখে দিতে
প্রিয় ও প্রেমের অনন্তযাত্রায়
চুক্তি করেছি চীনাদস্যুর সাথে
মুখাবরণীর কঠিন শর্ত মেনে
নিভৃতবাসে কাটছে বিষম দিন
ব্যুহে ঢুকেছি নির্গম না জেনে
বিচ্ছিন্নবাসে কাটবে কি মহাকাল
শেষরক্ষা কি হবে? ঈশ্বর জানে
আমরা কেবল ভরসা রেখেছি, পাত্রে
স্যানিটাইজ নামে করোনামৃত পানে।।