নিউজ ডেস্ক: বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের রোজার ঈদের উৎসব ভাতা ব্যাংকে পাঠিয়েছে সরকার। আটটি চেকের মাধ্যমে উৎসব ভাতার সরকারি অংশের অর্থ বৃহস্পতিবার অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
এখন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের রোজার ঈদের বোনাস তুলতে পারবেন।