সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের ৫ সদস্য নতুন করে সিরাজদিখান থানার ওসি তদন্তসহ ৬ জন পুলিশসহ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সিরাজদিখান থানার পরিদর্শক তদন্তের করোনা শনাক্ত হয়। একই দিনে থানাটির আরো ২ জন এসআইয়ের করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া এ উপজেলার হাইওয়ে ফাঁড়ি পুলিশের এক কনষ্টেবল ও আরো এক ব্যক্তি করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিরাজদিখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন পাচঁজন।
সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের তেমন কোন জটিল সমম্যা নেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো কোয়ার্টারে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।