মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ বৈশ্বিক করোনার প্রভাবে বিশ্ব যখন বন্দী হয়ে পড়েছে,আমাদের দেশেও এর প্রভাব পড়েছে প্রকটভাবে। অর্থনৈতিক দুরবস্থার এ ক্রান্তিকালে মানবতার ডাকে সাড়া দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ আবু জাফর মুন্সী এগিয়ে এলেন ক্ষতিগ্রস্থ কিন্ত হাত পাততে অভ্যস্থ নয় এমন ব্যাক্তি বিশেষ করে মসজিদের ইমামদের জন্য। তিনি নিজ উদ্যোগে করোনার প্রভাবে কর্মহীন অসহায় হয়ে পড়া ইমামদের মাঝে নগদ অর্থ বিতরন করেন।
শুত্রুবার সকালে উপজেলার ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় পৌরসভার অন্তর্গত বিভিন্ন মসজিদের ৮৮ জন ইমামদের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে অর্থ প্রদান করেন।। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ,বাদশা,রামিম মুন্সি প্রমুখ।