36 C
Dhaka
Wednesday, January 20, 2021
No menu items!

‘অসহায়ের পাশে আমরা’, সুনামগঞ্জ বুধবার সহায়তা পেল ২৫ পরিবার

সুনামগঞ্জ হতে আইনুল ইসলাম বাবলু: সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে বুধবার সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমজীবী ও দরিদ্র ২৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে ৬২৬ টি পরিবারকে সহায়তা দেওয়া হলো।

জেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে সৃষ্ট এই সংকটে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সঙ্গে যুক্ত সবাই স্বেচ্ছাসেবী।

সহায়তা বিতরণ প্রক্রিয়া:
যে এলাকায় খাদ্যসামগ্রী বা সহায়তা বিতরণ করা হয় প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। এরপর যাদের সহায়তা দেওয়া হবে তাদের একেবারে কাছাকাছি কোনো দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। পরে দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তি নিজেই জিনিসপত্র সংগ্রহ করেন। দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়।

সহায়তা বিতরণের সময় কোনো ছবি তোলা হয় না। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন, অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪।

প্রয়োজনে যোগাযোগ:
অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোকেট সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫১), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাডভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাসান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১২-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭), সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী মো. রাজু আহমেদ (০১৭০৬-৪০০৫৬৫)

সর্বশেষ

কাউনিয়ায় প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ সরকারের অতিদরিদ্রতা দুরীকরণ ও টেকসই উন্নয়নের উদ্যোগকে বেগবান করার লক্ষ্যে কাউনিয়া উপজেলায়র কুর্শা ইউনিয়নে গ্রাম বিকাশ কেন্দ্র...

নন্দীগ্রামে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচার মিছিল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচার মিছিল হয়েছে। আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, সংরক্ষিত...

নন্দীগ্রামে আচরণবিধি ও আইনশৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে আচরণবিধি ও আইনশৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের...

বগুড়া পৌরসভার নির্বাচনী প্রচারনায় ১৩ নং ওয়াডের কাউন্সিলর প্রার্থী জাহেদের উঠান বৈঠক

কালাম আজাদ (বগুড়া অফিস) : আগামী ২৮ ফেব্রুয়ারি আসন্ন বগুড়া পৌরসভার নির্বাচনে বগুড়া পৌরসভার ১৩ নং ওয়াডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জাহেদ হোসেন...

করোনায় দেশে সাড়ে আট মাসে সবচেয়ে কম মৃত্যু

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে মারা গেছেন আরও ৮ জন। এ...