মিজানুর রহমান ঝিলু, লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডলে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পে শ্রমিকদের ক্যাম্পে গার্ডের গুলি ও আঘাতে ৮ শ্রমিক আহত হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার এই ঘটনায় জখম শ্রমিকদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আহত শ্রমিকরা হলো – নাঈম ইসলাম (২১), রাসেল শেখ (২৫), জাকির হোসেন (২৫), সুমন হাওলাদার (২৭), আলী মুনসুর (৫০), শুভ ফকির (২২), রাজু আহম্মেদ (২৩) ও পারভেজ হোসেন (২০)। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম জানান, এ পর্যন্ত আহতাবস্থায় ৮ জনকে ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়েছে। তবে এদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। এদের গায়ে স্প্রিন্টার বা ছিটা গুলির আঘাত রয়েছে। কারো কারো গায়ে রড দিয়ে আঘাতের চিহ্নও রয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পদ্মা ব্রিজ রেল লিংক প্রজেক্টের (পিবিআরএলপি) প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী জানান, চীনা ঠিকাদার ‘সিআরইসি’র অধীনে ক্যাম্পটিতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে অসন্তোষের এক পর্যায়ে ঠিকাদারের গার্ড গুলি ছোড়ে। এতে ৮ শ্রমিক গুলিবিদ্ধ হয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে পাশের ক্যাম্প থেকে সেনাসদস্য এবং স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিমন্ত্রণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, রাতে শ্রমিকেরা তাঁদের দাবি দাওয়া নিয়ে ক্যাম্প থেকে পাশে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এ যেতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাতে বাঁধা দেয় ও শ্রমিকদের উপর গুলি চালায়। এতে আটজন শ্রমিক আহত হয়। ঠিকাদারে লোকজন রড দিয়েও পেটায়। এই শ্রমিক আরও জানান, ঠিকাদার থাকা খাওয়া বাদে প্রত্যেক শ্রমিককে মজুরী বাবদ প্রতিদিন ৩শ’ টাকা নগদ দেওয়ার কথা ছিল। কিন্তু গত ২০ এপ্রিলের পর থেকে শ্রমিকদের কোনো টাকা দেয়নি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই শ্রমিক দাবি করেন, এর আগে থেকেই শ্রমিকদের টাকা-পয়সা ও থাকা খাওয়া নিয়ে ঝামেলা করে আসছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এই পরিস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি‘র দায়িত্বশীল চাইনিজ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং শ্রমিকদের সাথে কথা বলেন। তবে এখনও তাদের দেনা-পাওনা নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, করোনার কারণে পদ্মা সেতু রেলওয়ে প্রজেক্টের শ্রমিকরা লৌহজংয়ের মেদিনীমন্ডল ইউনিয়নের সিতারামপুর এলাকার প্রকল্পের ভেতরে বাংলা ম্যাসে থেকে কাজ করে যাচ্ছিল। করোনার কারণে শ্রমিকদের বৃহস্পতিবার থেকে অতিরিক্ত দেড় শত টাকা করে দেবার কথা ছিল। কিন্তু এ টাকা শ্রমিকরা পাবে কিনা এ নিয়ে সন্দিহান হয়ে তারা বাংলা ম্যাসের সামনে হট্টগোল ও জটলা পাকাতে থাকে। এ সময় প্রকল্পের মেরিন সিকিউরিটি গার্ডরা এগিয়ে গেলে শ্রমিকরা গার্ডদের উপর চড়াও হয়। গার্ড প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠে। সিকিউরিটি গার্ডরা শ্রমিকদের পা লক্ষ্য করে শর্ট গানের আরও অন্তত চার রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ৮ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এছাড়াও শ্রমিকদের ইটপাটকেলে এক গার্ড আহত হয়।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। এখনও গ্রেফতার বা আটক নেই বলে ওসি জানান।