পাশা মোস্তফা কামাল
বিশ্বে তাঁহার নাম ছড়ালো বাংলা ভাষার কবি
জোড়াসাঁকোর ঠাকুর তিনি সবাই ডাকে রবি।
ঋদ্ধ করেন বাংলা ভাষার সবুজ জমিন চাষে
শত শত গান কবিতা নাটক উপন্যাসে।
মুনি তিনি ঋষী তিনি, দার্শনিকও বলি
ভালোবাসার বলতে কথা তাঁর পথেই চলি।
দেশের কথা মায়ের কথা সব শেখালেন তিনি
তাঁর দেখানো পথেই আমি বাংলা মাকে চিনি।
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’
ভালোবাসার বীজ বুনেছেন রবীন্দ্রনাথ চাষী।
কবিতা নয় ভালোবাসার মন্ত্র করি পাঠ
আমি রবি দুজন মিলে বসাই প্রেমের হাট।
জন্ম যদি না হতো তার বাংলা হতো দীন
বিশ্বজোড়া বাঙালিরা থাকতো রবিহীন।
একটা রবি বিশ্বজোড়া বাজিয়ে দিলো ঢাক
সেই রবিটা উদয় হলো পঁচিশে বৈশাখ।