নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন রোগে আক্রান্ত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় দুই হাজার শ্রমিকের চিকিৎসায় সোয়া সোয়া ছয় কোটি টাকা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিনে শ্রম অধিদপ্তরের জেলা ও বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে আবেদন করা শ্রমিকদের মধ্যে যাচাই-বাচাই শেষে ১৯৬০ জন শ্রমিকের নামে ছয় কোটি চব্বিশ লাখ ষাট হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক রেজাউল হক বলেন, “শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণের জন্যই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠিত হয়েছে।”
প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আঘাত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং মেধাবী সন্তানের উচ্চ শিক্ষায় এ তহবিল থেকে সহায়তা দেওয়া হয় বলে জানানি তিনি।