মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর: মেহেরপুর জেলায় গতকাল ৬ মে বুধবার করোনাভাইরাস (কভিড-১৯)- এর রিপোর্ট এসেছে ১৮ জনের। ১৮ জনের মধ্যে নেগেটিভ ১৫ জন ও পজেটিভ ৩ জন। পজেটিভ ৩ জনের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কামরুন নেছা সহ গাংনী উপজেলা ষোলটাকা গ্রামের ১ জন সে ঢাকা থেকে ফিরেছেন ও অপরজন কাথুলি ইউনিয়নের রংমহল গ্রামের ১ জন সে দুবাই থেকে ফিরেছেন। করোনায় আক্রান্ত ষোলটাকা গ্রামের পজেটিভ রুগীর পরিবার সহ আশেপাশে ৯ টি বাড়ি লক ডাউন এবং কাথুলি ইউনিয়নের রংমহল গ্রামের পজেটিভ রুগীর পরিবার সহ আশেপাশে মোট ৯ টি বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়েছে। সেই সাথে মেহেরপুর জেনারেল হাপাতালের সিনিয়র স্টাফ নার্স কামরুন নেছার বাসভবন লক ডাউনের পাশাপাশি তার সাথে যারা ছিলেন তাদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে গতকাল ৬ মে-২০২০ বুধবার করোনাভাইরাস সন্দেহে মেহেরপুর সদরের ২ জন, মুজিবনগর উপজেলার ২ জন ও গাংনী উপজেলা থেকে ২ জন মোট ৬ জনের সোয়াব পরীক্ষার জন্য মেহেরপুর জেলার স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া মেডিকেল কলেজের পি.সি.আর ল্যাবে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছে।
করোনাভাইরাস সন্দেহে গত ৩১ মার্চ-২০২০ থেকে ৬ মে-২০২০ বুধবার পর্যন্ত সর্বমোট সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৫৫৪ জনের। গতকাল ৬ মে-২০২০ বুধবার পর্যন্ত সর্বমোট রিপোর্ট এসেছে ৩৮৯ জনের। এর মধ্যে ৩৮৩ জন নেগেটিভ আর ৬ জন পজেটিভ।
৬ জন পজেটিভের মধ্যে এ পর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত মেহেরপুর সদরে ২, গাংনী উপজেলাতে ২ ও মুজিবনগর উপজেলাতে ২ জনের মধ্যে ১ জন মৃত। এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।