বিনোদন ডেস্ক: শুধু বাংলা ছবি নয়। বলিউডের ছবিতেও নিজের ছাপ রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হল দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সাংহাই। সেই ছবিতে অভিনয় করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সম্প্রতি হিন্দুস্তান টাইমস ও ফিভার এফএমর একটি অনুষ্ঠানে এমনই জানিয়েছেন অভিনেতা। ২০১২ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ।
প্রথমটায় রাজি না হলেও পরে এই ছবিতে অভিনয় করতে রাজি হন তিনি। ছবির চরিত্রের বড় অংশ ছিল না। কিন্তু অল্প সময়ের জন্য হলেও অভিনয়ে মুগ্ধ করেছিলেন প্রসেনজিৎ। ছবিতে কালকি কেকলানের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল অভিনেতার। সেখানেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। অভিনেতা জানান, কালকির সঙ্গে ছবিতে আমার একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। যা ফ্রন্ট পেজ নিউজ হয়ে গিয়েছিল।
ওই দৃশ্যটায় শুধু লাভ মেকিং ছিল তেমন না। পাশাপাশি রাগ, অভিমান, ক্ষোভ সবকিছু ছিল। প্রায় সাড়ে চার-পাঁচ মিনিট লম্বা দৃশ্য ছিল। আমার এখনও মনে আছে, ওই দৃশ্যে অভিনয়ের সময়ে কালকি অসুস্থ হয়ে পড়ে।আমরা দৃশ্যটির মধ্যে এতটাই জড়িয়ে পড়েছিলাম যে শেষ হওয়ার পর আমার ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছিল। অর্থাৎ যে রাগটা দরকার ছিল সেটাই দেখানো গিয়েছিল। অভিনয়ে বলিউডের অনেক অভিনেতাই মুগ্ধ।
কিন্তু তাও সব সময়ে বাংলা ছবির জগতকেই বেশি গুরুত্ব দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফিরিয়ে দিয়েছেন বলিউড থেকে আসা বহু প্রস্তাব। এর কারণ জিজ্ঞাসা করায় বুম্বাদা বলেন, বাংলা ভারতের বাইরে নয়, বাংলা ছবির প্রতি আমার দায়বদ্ধাতা অনেক বেশি। সেটা নিয়েই আমি খুশি।
প্রসেনজিৎ জানান, বলিউডের ছবি মাদ্রাস ক্যাফেতে খলনায়কের চরিত্রটি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের অভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। খুব শীঘ্রই আদিত্য বিক্রমের হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি।