স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের কারণে ঘরবন্দি নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের মাঝে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ করেছে লৌহজং উপজেলা জনকল্যাণ সমিতি। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ৬ শতাধিক দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। পরিবার প্রতি ১০ কেজি চাল, ভোজ্যতেল ১ লিটার এবং ১ কেজি করে ডাল, বুট, চিনি, ছোলাবুট, পিঁয়াজ ও লবণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনকল্যাণ সমিতির সভাপতি ও জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঢালী, সাংগঠনিক সম্পাদক লিটন বেপারী, কোষাধ্যক্ষ মো. ভাস্কর, যুগ্ম সম্পাদক মজিবর রহমানসহ, যুবলীগ, ছাত্রলীগ কমীরা।