36 C
Dhaka
Tuesday, January 19, 2021
No menu items!

মাওয়া প্রান্তে বসল পদ্মা সেতুর ২৯তম স্প্যান

মিজানুর রহমান ঝিলু, লৌহজং (মুন্সীগঞ্জ) থেকে: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে সোমবার বেলা ১১ টার দিকে পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। ২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় এ স্প্যানটি বসল। বাকি রইল আরও ১২ টি স্প্যান। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের দিন রোববার সকাল ৮ টার দিকে লৌহজং উপজেলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে নির্ধারিত পিলারের উদ্দেশ্য রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই। কয়েক ঘণ্টা ব্যবধানের মধ্যে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে স্প্যান নিয়ে পৌঁছে যায় ভাসমান ক্রেন। পরে সোমবার সকাল ৮ টার দিকে সেতুর ১৯ ও ২০ পিলারের উপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

দীর্ঘ প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় বেলা ১১ টার দিকে নির্ধারিত পিলারের উপর স্প্যানটি বসাতে সক্ষম হন প্রকৌশলীরা। প্রসঙ্গত, পদ্মা সেতুর ৪২ টি পিলারের উপর ৪১ টি স্প্যান বসানো হবে। ৪২ পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে। ৪১ টি স্প্যানের মধ্যে ইতোমধ্যে ৩৯ টি স্প্যান পদ্মা সেতু প্রকল্প এলাকায় পৌঁছুলেও বাকি ২ টি স্প্যান চীনে রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ২০২১ সালে সেতুর কাজ সম্পন্ন হবে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সর্বশেষ

পরিচয় বদলানোয় ক্ষতি হবে না তো সৌম্য সরকারের?

নিউজ ডেস্ক: খালেদ আহমেদ বাউন্সার মারার চেষ্টা করছিলেন। কিন্তু বলগুলো খুব বেশি উঁচুতে উঠছিল না। অপর প্রান্তে থাকা সৌম্য সরকারের কোমর বরাবর...

পাটুরিয়া-দৌলতদিয়ায় সকল নৌযান বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি ও লঞ্চসহ সব রকমের নৌযান চলাচল বন্ধ রয়েছে।নদী পারের...

সিনেট থেকে পদত্যাগ করলেন কমলা হ্যারিস

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিনেট থেকে স্থানীয় সময় সোমবার (১৮ জানুয়ারি) পদত্যাগ করেছেন। ২০...

মার্কিন ইতিহাসে সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন বাইডেন

নিউজ ডেস্ক: মার্কিন ইতিহাসে সবথেকে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বুধবার শপথ গ্রহণ করছেন জো বাইডেন। গত বছরের নভেম্বরেই বাইডেনের বয়স হয়েছিল ৭৮...

বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি...