36 C
Dhaka
Friday, January 22, 2021
No menu items!

শিমুলিয়া ঘাটে জেলি মিশ্রিত আড়াই টন গলদা চিংড়ি ও ২ টন জাটকা ইলিশসহ আটক ৬

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মাওয়া নৌপুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে ২ মেট্রিক টন জাটকা ইলিশ ও জেলি মিশ্রিত আড়াই মেট্রিক টন গলদা চিংড়ি মাছসহ ২টি ট্রাক জব্দ করেছে। অবৈধ ও অসৎভাবে মাছ ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে এ সময় আটক করা হয়েছে ৬ ব্যক্তিকে। খুলনার বাগেরহাট থেকে ঢাকা যাওয়ার সময় সেমিবার ভোর রাতে শিমুলিয়া ফেরি ঘাটে ২টি ট্রাক ও দ্ইু ধরনের মাছসহ তাদের আটক করা হয়।

লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শিমুলিয়াঘাটে অভিযান চালায় মাওয়া নৌপুলিশের (আইসি) পরিদর্শক সিরাজুল কবিরের নেতৃত্বে একদল নৌপুলিশ। এ সময় আটক করা হয় মাছ ভর্তি দুটি ট্রাক। এসব ট্রাক থেকে উদ্ধার করা হয় ২ মেট্রিক টন জাটকা ইলিশ ও আড়াই মেট্রিকটন জেলি মিশ্রিত গলদা চিংড়ি মাছ।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির বলেন, অসৎ এ মাছ ব্যবসায়ীরা একদিকে যেমন অবৈধভাবে জাটকা ইলিশ ধরে দেশের অর্থনীতির ক্ষতি করছে, অন্যদিকে বড় ক্ষতি করছে চিংড়ি মাছের পেটে জেলি জাতীয় পদার্থ ঢুকিয়ে, যা মানব দেহের জন্য ব্যাপক ক্ষতিকর। এতে অসৎ এ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হলেও প্রতারিত হচ্ছেন ক্রেতারা। তাই আটক এ ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানার ব্যবস্থা করে হবে। আর জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেয়া হয়।