রাকিবুল ইসলাম রাকিব: সিরাজদিখানে করোনা বিস্তার রোধে, রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনের ব্যবস্থা সম্ভন্ধে অবগতসহ ব্যাপক গণসচেতনতা সৃস্টির লক্ষে সিরাজদিখান থানা পুলিশ ও সিরাজদিখানের উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। পুলিশ-সংবাদকর্মীদের সম্মিলিত উদ্যোগে সোমবার বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রেসসক্লাবের সহ-সভাপতি আব্দুল রশিদ রতন, ভোরের কাগজের সিরাজদিখান প্রতিনিধি দেবব্রত দাস দেবু ,সাপ্তাহি জনতার মোঃ রমজান মৃধা,দৈনিক সংবাদের সিরাজদিখান প্রতিনিধি গোপাল দাস হৃদয়,দৈনিক জনতার সিরাজদিখান প্রতিনিধি লতা রানী মন্ডল,দৈনিক ভোরের দর্পণের সিরাজদিখান প্রতিনিধি সঞ্জিত দাস, প্রানতোষ দেবনাথ,রাকিবুল ইসলাম রাকিব,মোঃ বাচ্চু মিয়া,সুমাইয়া আক্তার,তাহমিনা আক্তার,মাহমুদুলসহ প্রেসক্লাবের সকল সদস্য।
সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক বলেন, করোনা বিস্তার রোধে ব্যাপক গণসচেতনতা সৃস্টির কাজে দেশমাতৃকার কল্যাণে সিরাজদিখানের সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই রয়েছে সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীকভাবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। করোনা সংক্রমণের এই দুর্যোগে বাংলাদেশ পুলিশের পাশে থেকে জনসেবায় সহযোগিতা করার জন্য সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বন্ধুদের অশেষ ধন্যবাদ।