শফিকুর রহমান আদর
চোখ বুজলেই খাঁচার পাখি
যাবে অন্য দুনিয়ায়,
থাকতে সময় আয় ছুটে সব
নিজেদের পাপ গুনি আয়।
ও মেরেছে তার গালে চড়
সে কেড়েছে জমি,
তাই না দেখে ভাবছো মিয়া
তোমার গোনাহ্ কমই?
অমুক কত মদ খেয়েছে
সুদ খেয়েছে কত!
ভাবছো মশাই, “আমি কি আর
পাপ করেছি তত?”
গরিবের হক কে মেরেছে
কে দেয় কারে গালি,
পরের পাপের হিসাব করো
নিজের বেলায় খালি?
অমন ভাবনা আর ভেবো না
বসে ভাবো একা,
এমন কত পাপ করেছো
যায় না চোখে দেখা।
ঠোঁটের হাসি, মিষ্টি কথায়
করেছো কত ছলনা,
অন্যের দোষ বলার আগে
নিজেরটা ক্যান বল না?
পাপ করেছো কত তুমি
লোকচক্ষুর আড়ালে,
সেইটা গোনো, ফিকির করো
নির্জনে আর নিরালে।
তোমার যত গোপন গোনাহ্
গোপন রাখেন দয়াময়,
অন্যের পাপ করলে গোপন
তবেই পাপের ক্ষমা হয়।
থাকতে সময় এসো সবে
নিজের পাপের হিসাব লই,
বন্ধ করি গোনাগুনি
পরের পাপের হিসাব বই ।