36 C
Dhaka
Friday, January 22, 2021
No menu items!

আত্ম জিজ্ঞাসা

শফিকুর রহমান আদর

চোখ বুজলেই খাঁচার পাখি
যাবে অন্য দুনিয়ায়,
থাকতে সময় আয় ছুটে সব
নিজেদের পাপ গুনি আয়।

ও মেরেছে তার গালে চড়
সে কেড়েছে জমি,
তাই না দেখে ভাবছো মিয়া
তোমার গোনাহ্ কমই?

অমুক কত মদ খেয়েছে
সুদ খেয়েছে কত!
ভাবছো মশাই, “আমি কি আর
পাপ করেছি তত?”

গরিবের হক কে মেরেছে
কে দেয় কারে গালি,
পরের পাপের হিসাব করো
নিজের বেলায় খালি?

অমন ভাবনা আর ভেবো না
বসে ভাবো একা,
এমন কত পাপ করেছো
যায় না চোখে দেখা।

ঠোঁটের হাসি, মিষ্টি কথায়
করেছো কত ছলনা,
অন্যের দোষ বলার আগে
নিজেরটা ক্যান বল না?

পাপ করেছো কত তুমি
লোকচক্ষুর আড়ালে,
সেইটা গোনো, ফিকির করো
নির্জনে আর নিরালে।

তোমার যত গোপন গোনাহ্
গোপন রাখেন দয়াময়,
অন্যের পাপ করলে গোপন
তবেই পাপের ক্ষমা হয়।

থাকতে সময় এসো সবে
নিজের পাপের হিসাব লই,
বন্ধ করি গোনাগুনি
পরের পাপের হিসাব বই ।

সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয় আবার তার গৌরব ফিরে পাক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের প্রতিষ্ঠান। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় আবার তার গৌরব ফিরে পাক। এখানে জ্ঞানের...

দির্ঘদিন পরে বগুড়ায হত্যা মামলার আসামী সোহাগ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আলোচিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুব আলম শাহীন হত্যা মামলার পলাতক আসামী সোহাগ সরদার (৩৪) কে দির্ঘদিন...

প্রশ্নবাইরের বিনিয়োগকারীরা তাহলে কেন আসবে?

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে ঢাকা নিবাসী বগুড়ার শিল্প উদ্যোক্তা ইউনিসন ফার্মা (ইউনানী) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ ৮ বিঘা জমির একটি প্লট...

বাগেরহাটে ২৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত দিগরাজ বাজার ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ও ০১ টি মোবাইলসহ...

মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছেন বাগেরহাটের ৪৩৩ ভূমিহীণ পরিবার

বাগেরহাট প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাগেরহাটের ৪৩৩ পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশিরভাগ ঘর নির্মান সম্পন্ন হয়েছে। আগামী শনিবার (২৩...