শেখ রাসেল ফখরুদ্দীন, টংগিবাড়ী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : চলমান করোনা পরিস্থিতিতে সারাদেশে সংবাদপত্র বিক্রয় কমে গেছে ব্যাপকভাবে। আগের মত সংবাদপত্র বিক্রি না হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারনে এজেন্ট ও বিক্রয় প্রতিনিধিদের অনেকেই পত্রিকা আনা বন্ধ করে দিয়েছেন। পত্রিকা বিক্রয় না করতে পারায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে টংগিবাড়ী উপজেলা পত্রিকা বিক্রয় প্রতিনিধিরা । এমন অবস্থায় তাদের পাশে দাড়িয়েছেন টংগিবাড়ী থানার ওসি শাহ মো: আওলাদ হোসেন মামুন। তিনি টংগিবাড়ী উপজেলায় কর্মরত পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
রবিবার বিকালে টংগিবাড়ী থানা কমপ্লেক্স ভবনের সামনে পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের মধ্যে এ খাদ্য সহয়তা প্রদান করেন তিনি। এ সময় প্রতিজনকে ১৫ কেজি চাল,৪ কেজি আলু, ২ কেজি পেয়াজ, দেড় কেজি ছোলা, দেড় কেজি মশুরি ডাল, ১ কেজি সয়াবিন তেল , ১ কেজি লবন, ১ কেজি চিনি,১ কেজি মুড়ি, ১২ টি ডিম প্রদান করেন। এব্যাপারে টংগিবাড়ী থানা ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, করোনা পরিস্থিতির কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হকাররা ঠিকমতো পত্রিকা বিক্রি করতে না পরে কষ্টে আছে শুনে আমি মানবিক কারনে তাদের কিছু খাদ্য সহয়তা প্রদান করেছি।