মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর: মেহেরপুরে আজ রবিবার সকালে চাষিদের তামাক বিক্রয়ের টাকা উত্তোলন করতে মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম থেকে পূবালী ব্যাংকের সামনে জড় হতে দেখা যায়। লক ডাউনের কোন চিত্রতো দুরের কথা সামাজিক দুরুত্ব বজায় পর্যন্ত রাখছে না চাষিরা।
ব্রিটিশ ট্যোবাকো কোম্পানী কতৃক কৃষকদের কাছ থেকে তামাক ক্রয়ের টাকা তুলতে কৃষকরা মেহেরপুর শহরে পূবালী ব্যাংকের সামনে জড় হয়। কোন নিয়ম শৃঙ্খলা ছাড়াই একজন আরেক জনের একেবারে গা ঘেশাঘেশি করে বিশাল লাইনে দাড়িয়ে আছে। করোনাভাইরাস সম্পর্কে সরকারী কোন নির্দেশ মানা হচ্ছে না। সামাজিক ও শারীরিক দুরুত্ব বজায়ের কোন চিত্র দেখা যায়নি।
এতে করে কারো ভিতর যে করোনা উপসর্গ নাই কে বলবে। করোনাভাইরাসের মত মরণব্যাধী ছোঁয়াচে রোগ সাথে করে নিয়ে যাচ্ছে কিনা তারও কোন গ্যারান্টি নাই। যদি কেউ এই রোগে আক্রন্ত হয় তাহলে তার পরিবার এবং সমাজ পর্যন্ত আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। এতে করে মেহেরপুর জেলার মানুষের মধ্যে সব থেকে বেশী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় দাড়িয়েছে।