মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর: মেহেরপুরে আজ রবিবার সকাল ১০টার দিকে পৌরসভা কর্তৃক ডেঙ্গু বা এডিস মশা নিধক ঔষধ স্প্রে করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নির্দেশে পৌরসভা কর্তৃক মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কের ড্রেন গুলোতে মশা নিধক ঔষধ স্প্রে করে।
কখন মেঘাছন্ন আকাশ আবার কখন মুশুলধারে বৃষ্টি ও স্যাঁত স্যাঁতে আবহাওয়া থাকায় যাতে করে কোন প্রকার ডেঙ্গু বা এডিস মশা বংশ বিস্তার করতে না পারে, তাঁর জন্যই এই অভিযান শুরু বলে জানান পৌর মেয়র রিটন। একদিকে যেমন আমাদের দেশে মরণব্যাধী করোনাভাইরাস রোগে দিনে দিনে বেড়েই চলেছে অন্যদিকে আবার এই আবহাওয়ার কারনে কোন প্রকার ময়লা-আবর্জনা বাড়ীর আশেপাশে যেন না থাকে সেদিকে সকল কে সজাগ থাকতে আহবান করেন। তিনি বলেন বাড়ীর ভিতর কিংবা আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন আপনার আমার সকলের দায়িত্ব। পরিস্কার পরিচ্ছন্ন থাকি পরিবেশ ভাল রাখি এবং নিজে স্বুস্থ্য থাকি অপরকে স্বুস্থ্য রাখি। এই ধারা আমাদের অব্যাহত থাকবে।