কালাম আজাদ বগুড়া: করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন সাধারণ মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস কার্যক্রম বগুড়ায় শুরু হয়েছে। বগুড়া জেলার ৩১ হাজার ৮’শ জন মানুষ এ সুবিধা পাচ্ছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্ডের গ্রাহকরা প্রতি মাসে ২০ কেজি করে চাল কিনতে পারবেন। বগুড়া জেলায় এ কার্যক্রম উদ্বোধন হয়েছে। এপ্রিল মাসে ৩১ হাজার ৬’শ জন পেলেও চলতি মাসে তা ২শ বেড়ে ৩১ হাজার ৮’শ জন পাবেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সুত্রে জানা গেছে, বগুড়ার ১২ পৌরসভায় ৩১ হাজার ৬’শ জন কর্মহীন মানুষ এ সুবিধা পাচ্ছে। এর আগে স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলরগণ তালিকা তৈরী করেছেন, সেই অনুযায়ী কার্ড দেয়া হয়েছে। বগুড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ২৮৫ জন এ সুবিধা পাচ্ছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া শহরের ১৫ নং ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন হয়েছে। ওয়ার্ডের ২৮৫ জন কর্মহীন মানুষ এপ্রিল মাসের ১০ কেজি করে চাল পেয়েছে। শহরের ছোট কুমিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসুচির উদ্বোধন করেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম। সামাজিক দুরত্ব নিশ্চিত করে কার্ডের মাধ্যমে চাল বিক্রি করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম জানান, বগুড়া জেলায় বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। ৩১ হাজার ৮’শ জন কর্মহীন মানুষ এ সুবিধা পাচ্ছেন। কাউন্সিলরগণ তালিকা তৈরী করেছেন, সেই অনুযায়ী কার্ডের মাধ্যমে গ্রাহকরা সুবিধা পাবেন।