শারমিন সুলতানা রিনা
”ঘুম আসেনা চোখ বন্ধ করলেই কেঁপে কেঁপে উঠি।হাত পা ঠান্ডা হয়ে যায়।মাথার উপরের ছাদটা সরে গেছে।পৃথিবীর সমস্ত বেদনায় ভারাক্রান্ত আমি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি।কি হবার কথা ছিলো কি হলো? খুব কি তাড়া ছিলো তোমার এভাবে আমাদের সবাইকে নিঃস্ব করে চলে যাবার?আমাকে কিছু বলেও গেলেনা। আমি আমাকে কি দিয়ে সান্তনা দেবো? মাকে কে দেবে সান্তনা? তোমার সন্তানদের এতটা প্রশ্রয় আর কে দেবে?দুটো পরিবারের মধ্যমণি তুমি গার্জিয়ান তুমি। আজ সবার চোখে যে অশ্রুধারা কে মুছিয়ে দেবে।কোন সমস্যা হলে কে দাড়াবে আর?এই সাংবাদিক কেমন করে এভাবে চলে যেতে পারলে তুমি? আমার অনেক কথা বলার আছে কিছই বলতে পারছি না।শেষ সময়েও তোমার মুখে হাসি ছিলো। সে ছবিটা বার বার ভাসছে।তুমি যেখানে গেছো মহান আল্লাহ তোমাকে সর্বোচ্চ স্হানে আসীন করুক।এই পৃথিবীর চাইতে আরো বড় এক পৃথিবী তোমাকে উপহার দিক।ভালো থেকো অনেক অনেক ভালো থেকো…।
লেখকঃ করোনায় শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের সহধর্মিনির ফেইসবুক পেইজ হতে।