নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।
শনিবার রাতে তার ছেলে আনন্দ জামান বলেন, গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর দুদিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) রাখা হলেও দুদিন পরে তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের পরামর্শে। কিন্তু শারীরিক অবস্থার আবার অবনতি হলে তাকে আবারও শুক্রবার বিকালে সিসিইউতে নিয়েছেন চিকিৎসকরা।
আনন্দ জামান বলেন, “আব্বার শারীরিক বিভিন্ন টেস্টের ফলাফল ও ভাইটাল নম্বরগুলো এখনও পজিটিভ। তবে ভীষণ দুর্বল। পর্যাপ্ত পুষ্টির জন্য সিসিইউতে রেখে তাকে রাইলস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। তার কনশাসনেস লেভেল এখনও বেশ কম। চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তাকে।”
৮৩ বছর বয়সী অধ্যাপক আনিসুজ্জামানের হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ডিজিজ এবং প্রোস্টেটের সমস্যার পাশাপাশি রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন আনন্দ জামান।
খ্যাতিমান বাংলার অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।